গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী। নিহতরা হলেন- হাফেজা খাতুন মালা, তার মেয়ে তাবাসসুম (৮) এবং ছেলে মারুফ (৫)।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজা খাতুন গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তার স্বামীর নাম উজ্জ্বল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনার আগে হাফেজা খাতুন মালা তার দুই সন্তানকে স্কুল ড্রেস পরা অবস্থায় নিয়ে রেলগেটের দিকে হাঁটছিলেন। রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান সাত্তারকে তিনি জিজ্ঞেস করেন, ‘ট্রেন আসবে কি না।’ গেটম্যান তাকে বিপরীত পাশ দিয়ে নিরাপদে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু মালা তার কথা উপেক্ষা করে সেই লাইনের দিকেই এগিয়ে যান, যেখান দিয়ে ট্রেন আসছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার এক্সপ্রেস ট্রেনটি যখন কাছে আসে, হাফেজা খাতুন মালা তার দুই সন্তানসহ হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। মুহূর্তের মধ্যেই মা ও দুই শিশু ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় তদন্তের সাপেক্ষে আইনিব্যবস্থা নেয়া হবে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
এসি//