আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিত তল্লাশি চলছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে কুড়িগ্রাম শহরসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল ও তৎপরতা চোখে পড়েছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচন চলাকালে জেলার সাতটি উপজেলার মোট ৬১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২৭ প্লাটুন বিজিবি সদস্য। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি কাজ করছে বলে জানিয়েছে বাহিনীটি। মাঠে তাদের দৃশ্যমান উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।
ভোটাররা বলছেন, নিরাপত্তা ব্যবস্থা যদি এমনভাবেই জোরদার থাকে, তাহলে তারা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, “নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে। জনগণের জানমাল ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্তেও বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি, যাতে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করে নির্বাচনকে ব্যাহত করতে না পারে।
এমএ//