আর্কাইভ থেকে ক্রিকেট

লিটনকে অধিনায়ক করে ফিল্ডিংয়ে বাংলাদেশ

লিটনকে অধিনায়ক করে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে অকল্যান্ডে শেষ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইডেনপার্কে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ ইনজুরিতে থাকায় বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টির সপ্তম অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটন দাসের। 

কার্টেল ওভারের ম্যাচে উভয় দল ১০ ওভার করে খেলার সুযোগ পাবে। পাওয়ার প্লে হবে তিন ওভার করে। এদিকে ১৫ বছর পর পঞ্চ পাণ্ডব ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। এর আগে ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল টাইগাররা।

টি-টোয়েন্টি  ফরম্যাটে লিঠনের আগে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন যথাক্রমে শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল্লাহ রিয়াদ।

২৬ হারের রেকর্ড নিয়ে নিউজিল্যান্ডের সফরে গিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণে কখনই না জেতা বাংলাদেশ এবার হেরেছে আরও পাঁচ ম্যাচ। শেষ টি-টোয়েন্টি হারলে ৩২-০ ফল নিয়ে ফিরতে হবে। 

টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই ম্যাচের দুটিতে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। 

নিউজিল্যান্ড একাদশ
টুড অ্যাস্টল, গ্ল্যান ফিলিপস, মার্টিন গাপটিল, টিম সাউদি, ফিন অ্যালান, ডেভন কনওয়ে, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, ডারেন মিচেল, অ্যাডাম মিলনে, লকি ফারগুসন।

বাংলাদেশ একাদশ
মাহেদি হাসান, আফিফ হোসাইন, রুবেল হোসাইন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসাইন শান্ত।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন লিটনকে | অধিনায়ক | করে | ফিল্ডিংয়ে | বাংলাদেশ