আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশের অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ

দেশের অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এবং পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। 

শনিবার (০৩ এপ্রিল) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল। তিনি জানান, লকডাউনের সময় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন চলাকালীন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। সরকার যেদিন থেকে লকডাউন কার্যকর করবে সেদিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

এর আগে, দেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (০৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | অভ্যন্তরীণ | রুটে | বিমান | চলাচল | বন্ধ