আর্কাইভ থেকে দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ফের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে এ সংঘর্ষে হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরও করা হয়। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মকবুলপুর গ্রামের একটি সরকারি পুকুর লিজ নিয়ে সোমবার বিকেলে গ্রামের কিতাব আলি ও খেলু মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

এ ঘটনায় কিতাব আলী (৬০), হাবিবুর রহমান (৪০), মিজানুর রহমান (৪৫), হেলু মিয়া (৩৫), লিটন মিয়া (৩২), জিয়াউর রহমান (৪০), জীবন মিয়া (১৬), নিলুফা বেগম (২৬), রেখা বেগম (২৪), রাফিয়া বেগম (৪৫), জিল্লু মিয়া (৩২) ও স্বপ্না বেগম (১৯) নামে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে গিয়ে এস.আই রফিকুল ইসলামসহ পাঁচ পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া মাঝে মাঝেই এলাকাবাসীর সঙ্গে সংর্ঘের ঘটনা ঘটছে। এতে বিব্রত অনেকে। সর্বশেষ মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে হেফাজত কর্মীরা।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় | ফের | দুই | পক্ষের | সংঘর্ষ | পুলিশসহ | আহত | ১৫