আর্কাইভ থেকে বাংলাদেশ

পশ্চিমবঙ্গের বিধানসভায় চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

পশ্চিমবঙ্গের বিধানসভায় চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে।

আজ শনিবার (১০ এপ্রিল) সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

চতুর্থ দফায় ভোট হচ্ছে রাজ্যের ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হচ্ছে ওই কেন্দ্রগুলিতে। এরমধ্যে উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ চলছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রের মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টি এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসনেও ভোট হচ্ছে।

চতুর্থ দফার ভোটে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা আসন। রয়েছেন একঝাঁক তারকা প্রার্থীও। তাদের মধ্যে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী এবং বৈশালী ডালমিয়ার।

এ ছাড়াও রয়েছেন, সিঙ্গুরে বিজেপি-র প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, চুঁচুড়ায় বিজেপি-র প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, চন্দননগরে তৃণমূলের প্রার্থী ইন্দ্রনীল সেন, উত্তরপাড়ায় তৃণমূলের প্রার্থী কাঞ্চন মল্লিক এবং বিজেপি-র প্রবীর ঘোষাল। বেহালা পূর্বে তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং বিজেপি-র প্রার্থী পায়েল সরকার। বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপি-র শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন পশ্চিমবঙ্গের | বিধানসভায় | চতুর্থ | দফার | ভোটগ্রহণ | চলছে