আর্কাইভ থেকে বাংলাদেশ

হেফাজত নেতা মাওলানা জালালুদ্দীন গ্রেপ্তার

হেফাজত নেতা মাওলানা জালালুদ্দীন গ্রেপ্তার

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুরে তার নিজ বাসা মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা এবং হেফাজতের পুরাতন মামলায় জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।

মাওলানা জালাল উদ্দিন একই সঙ্গে খেলাফতে মজলিশের যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরের সহসাধারণ সম্পাদক। এর আগে গত কয়েকদিনে হেফাজতে ইসলামের মোট সাত কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন হেফাজত | নেতা | মাওলানা | জালালুদ্দীন | গ্রেপ্তার