আর্কাইভ থেকে আইন-বিচার

নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে ডিজিটাল আইনে মামলা

নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে ডিজিটাল আইনে মামলা

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে বক্তব্য দেওয়ার অভিযোগে এবার কক্সবাজারে মামলা করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীন। ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না’—এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলাটি কার হয়েছে।’

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করা হয়। মামলা নং ৪০/২৫৯- ২১ এপ্রিল ২০২১।

ছাত্রলীগ নেতা মইন উদ্দীনের অভিযোগ, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নুরুল হক নুরের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন নুরের | বিরুদ্ধে | এবার | কক্সবাজারে | ডিজিটাল | আইনে | মামলা