ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য খাদ্যসামগ্রী বরাদ্দ ও গণপরিবহন চলাচলের অনুমতি প্রদানসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
আজ রোববার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধানে বক্তারা বলেন, করোনা মহামারির কারণে পরিবহন বন্ধ রয়েছে। যার ফলে এই সেক্টরের সঙ্গে জড়িত লাখো চালক, হেলপারসহ অন্যান্য শ্রমিকরা এখন কর্মহীন সময় পার করছেন। আয়ের কোনো সোর্স না থাকায় তাদের জীবন-জীবিকা এখন মারাত্মক হুমকির মুখে। অনেকের ঘরে রান্না করে খাওয়ার মতো চালও নেই। ধার-দেনা করে জীবন অতিবাহিত করছে।
তারা আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, জরুরি ভিত্তিতে এই ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবহন (গণপরিবহণ, রিকসা-ভ্যান, ঠেলাগাড়ী) শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী শ্রম অধিদফতর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠনের মাধ্যমে বরাদ্দ করা হোক। একইসঙ্গে গণপরিবহন চলাচলের অনুমতিও দেওয়া হোক।
শেখ সোহান