আর্কাইভ থেকে বাংলাদেশ

অনুমোদন পেলো রাশিয়ার করোনার টিকা ‘স্পুটনিক-৫’

অনুমোদন পেলো রাশিয়ার করোনার টিকা ‘স্পুটনিক-৫’

রাশিয়ার করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক-ফাইভ’বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত ওষুধ প্রশাসন টেকনিক্যাল কমিটি এই অনুমোদন দেয়।

আজ মঙ্গলবার ( ২৭ এপ্রিল) এ অনুমোদন দেয়া হয়। এখন রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে আইনগত কোনও বাধা থাকল না।

এর আগে চীনের সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিন কেনার জন্য সুপারিশ করেছিল কভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহ সংক্রান্ত কোর কমিটি। সোমবার (২৬ এপ্রিল) কমিটি তাদের এ সুপারিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

এর আগে গেলোশুক্রবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-৫ দেশেই উৎপাদনের জন্য মস্কো-ঢাকা সম্মত হয়েছে। এ টিকা উৎপাদনে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।

মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে রাশিয়ার যে চুক্তি হয়েছে, সেখানে আমরা বলেছি যে, কিছু আমরা ক্যাশ দিয়ে কিনব। আর কিছু এখানে স্থানীয়ভাবে উৎপাদন করব। আমাদের দেশের কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি রাশিয়ার সহায়তা ভ্যাকসিনটি উৎপাদন করবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন অনুমোদন | পেলো | রাশিয়ার | করোনার | টিকা | স্পুটনিক৫