আর্কাইভ থেকে বলিউড

করোনা আক্রান্ত দীপিকার মা-বোন, হাসপাতালে বাবা

করোনা আক্রান্ত দীপিকার মা-বোন, হাসপাতালে বাবা

ভারতে করোনার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এবার করোনা হানা দিয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঢেরায়। আক্রান্ত অভিনেত্রীর মা, বাবা ও বোন।

শুধু তাই নয়, দীপিকার বাবা ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি তিনি। এ ছাড়া তার মা ও বোনও বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন।

১৯৮০ সালে ভারতীয় হিসেবে প্রথমবার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের খেতাব জেতেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। চলতি সপ্তাহের শেষে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি বলে খবর।

প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমির ডিরেক্টর এবং শাটলারের ঘনিষ্ঠ বন্ধু বিমল কুমার জানিয়েছেন, ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী (উজালা) এবং তাদের দ্বিতীয় সন্তানের (অনিশা) শরীরে নানা উপসর্গ দেখা দেয়। তারা টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর তারা আইসোলেশনে চলে যান। তবে এক সপ্তাহ পরও প্রকাশের জ্বর না কমলে ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালে ভর্তি হন। এখন ভালো আছেন। দু-তিন দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | আক্রান্ত | দীপিকার | মাবোন | হাসপাতালে | বাবা