আর্কাইভ থেকে বাংলাদেশ

ঈদযাত্রা: বাংলাবাজার ঘাটে ভিড়ের চাপে নিহত ৫

ঈদযাত্রা: বাংলাবাজার ঘাটে ভিড়ের চাপে নিহত ৫

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় যাচ্ছিল আনছার মাদবর (১৫)। তবে পরিবারের সঙ্গে ঈদ করা হলো না তার। ফেরি থেকে নামতে গিয়ে প্রাণ গেল আনছারের। শুধু আনছার নয় ভিড়ের চাপে নারীসহ মারা গেছে আরও  চারজন। 

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মাদারীপুর শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে। বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত (২ টা ২০ মিনিট) চারজনের মৃত্যুর তথ্য জানা গেছে।

ঘাট সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ‘শাহপরান’ নামের রোরো ফেরি। দুপুর সাড়ে ১২টার দিকে এটি বাংলাবাজারের ৩ নম্বর ফেরিঘাটে পৌঁছে। তাড়াহুড়ো করে নামতে শুরু করেন যাত্রীরা। এ সময় যাত্রীদের চাপাচাপিতে কিশোর আনছারসহ চারজনের মৃত্যু হয়েছে।  

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘আনছার নামের ছেলেটি নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছে।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদযাত্রা | বাংলাবাজার | ঘাটে | ভিড়ের | চাপে | নিহত | ৫