আর্কাইভ থেকে দেশজুড়ে

ভারত ফেরত পাঁচ বাংলাদেশির ঈদ উদযাপন কোয়ারেন্টাইনে

ভারত ফেরত পাঁচ বাংলাদেশির ঈদ উদযাপন কোয়ারেন্টাইনে

ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে দুই পরিবারের ৫ সদস্য দেশে ফিরলেও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেননি।

আজ পবিত্র ঈদ উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসক তাদের বিশেষ খাবার সরবরাহ করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মো.আবু জাফর জানান, গত ৮ মে বুড়িমারী চেকপোর্ট দিয়ে দেশে ফেরা ফুলবাড়ীর ৫ নাগরিককে সরকারী বিধি অনুযায়ি ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে বিশেষভাবে খোঁজ খবর রাখা হচ্ছে। আজ তাদের সেমাই, পোলাও, মাংসসহ উন্নত খাবার দেয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২২ মে কোয়ারেন্টাইনে শেষ হবে। প্রত্যেকেই স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করলে ২৩ মে সকালে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেয়া হবে।

গত ৮ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে ফেরত আসা ৫ বাংলাদেশিকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ ও স্থানীয় প্রশাসন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | ফেরত | পাঁচ | বাংলাদেশির | ঈদ | উদযাপন | কোয়ারেন্টাইনে