আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

ডায়ানার সাক্ষাৎকার নিতে বিবিসির সততায় ঘাটতি ছিল

ডায়ানার সাক্ষাৎকার নিতে বিবিসির সততায় ঘাটতি ছিল

ব্রিটিশ রাজবধূ ডায়ানার সাক্ষাৎকার নেওয়ার সময় বিবিসির প্রতারণার কারণেই বাবা-মার মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন অভিযোগই করেছেন ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম।

অবশেষে সত্যতা মিলেছে তদন্তেও। ২৫ বছর আগে বিবিসির ওই সাক্ষাৎকারে জাল নথি ব্যবহার করেন উপস্থাপক। আর এ ঘটনায় উচ্চমার্গের সততা ও স্বচ্ছতার মানদন্ড বজায় রাখতে পারেনি বিবিসিও।

এক বিবৃতিতে ডায়ানাপুত্র প্রিন্স উইলিয়াম বলেন, কেবল এক প্রতিবেদক নয়, তার মা বিবিসির কর্মকর্তাদের দ্বারাও প্রতারিত হয়েছেন।

অপর এক বিবৃতিতে বিষাক্ত সংস্কৃতির কারণেই ১৯৯৭ সালে মা ডায়ানার মৃত্যু হয় বলে অভিযোগ করেন ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি।

১৯৯৫ সালে বিবিসি প্যানারোমায় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার নিয়েছিলেন সাংবাদিক মার্টিন বশির। সে সময় জাল নথি ব্যবহার করেছিলেন তিনি। এ নিয়ে বিবিসি কর্তৃপক্ষকে মিথ্যাও বলেন তিনি। অবশ্য এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। জাল নথি ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন সাংবাদিক বশিরও। গেল সপ্তাহে বিবিসি থেকে পদত্যাগ করেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ডায়ানার | সাক্ষাৎকার | নিতে | বিবিসির | সততায় | ঘাটতি | ছিল