আর্কাইভ থেকে দেশজুড়ে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলকায় সড়ক দুর্ঘটনায় রাহাত আলী (২০) নামে এক যুবক নিহত হয়ছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। 

শনিবার সকালে জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় ঘটনাটি ঘটে। 

হতাহতরা ঈদের ছুটি শেষে নিজের কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। নিহত রাহাত চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চর দরমপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, করোনার বিস্তাররোধে সরকার দুর পাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ জন্য ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে রাজশাহী থেকে ৮ জন মিলে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৯৯১৮) ভাড়া করে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ৬ জন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোড়াই হাইওয়ে থানা এসআই আদম আলী বলেন, নিহত ওই যুবকের পরিবারের সাথে কথা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্থান্তর করা হবে বলেও তিনি জানান।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন টাঙ্গাইলে | সড়ক | দুর্ঘটনায় | যুবক | নিহত | আহত | ৬