আর্কাইভ থেকে ক্রিকেট

করোনা পজিটিভ ৩ শ্রীলঙ্কান, ম্যাচ বাতিলের শঙ্কা

করোনা পজিটিভ ৩ শ্রীলঙ্কান, ম্যাচ বাতিলের শঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবার কথা শ্রীলঙ্কার। কিন্তু ম্যাচের সকালে পাওয়া গেল বড় দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সফরে আসা দুই ক্রিকেটার ও এক কোচসহ লঙ্কান দলের তিনজন ।

রোববার সকালে শ্রীলঙ্কান গণমাধ্যম নিউজ সেন্টার বিষয়টি নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে তারা জানায়, বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা ও পেসার শিরান ফার্নান্দো কোভিড পজেটিভ হয়েছেন।

এদিন দুপুর একটায় বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

ম্যাচ অনুষ্ঠানের সব প্রস্তুতি যখন সম্পন্ন ঠিক শেষ মুহূর্তে সফরকারীদের করোনা আক্রান্তের খবর সামনে এলো।

নিউজ সেন্টার দাবি করছে, তিনজন করোনা আক্রান্ত হওয়ায় সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। অন্যদিকে দ্বিতীয় পিসিআর টেস্ট রিপোর্টের অপেক্ষায় রয়েছে লঙ্কা শিবির।

গত ১৬ মে শ্রীলঙ্কা ঢাকায় এসে পৌঁছায়। তারপর তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকতে ছিলো কুশল পেরেরা নেতৃত্বাধীন দলটি।

কোয়ারেন্টিন শেষে ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচে অংশ নেয় সফরকারীরা। সিরিজের বাকি দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে মে মাঠে গড়ানোর কথা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে প্রতি ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রবিবার (২৩ মে) স্থানীয় সময় বেলা সোয়া এগারোটার দিকে প্রথম ম্যাচ বা সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।

বাংলাদেশ সফরে লঙ্কান স্কোয়াড
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লক্ষণ সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | পজিটিভ | ৩ | শ্রীলঙ্কান | ম্যাচ | বাতিলের | শঙ্কা