আর্কাইভ থেকে জাতীয়

ব্যাংক লেনদেন চলবে ৩টা পর্যন্ত

ব্যাংক লেনদেন চলবে ৩টা পর্যন্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সঙ্গে ব্যাংক লেনদেনের সময়সীমাও বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ৬ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। তবে আনুষঙ্গিক কাজ সম্পন্নের জন্য বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার ঘোষিত বিধি-নিষেধের মধ্যে আগামীকাল সোমবার থেকে ৬ জুন পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যাংক | লেনদেন | চলবে | ৩টা | পর্যন্ত