আর্কাইভ থেকে জাতীয়

সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কেএনএফসহ অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান মন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, কেএনএফ, তারপর সন্তু লারমার একটা বাহিনী রয়েছে। পার্বত্য এলাকায় এমন আরও অনেক বাহিনী রয়েছে। এরা সবসময়ই বাংলাদেশের সীমান্ত এলাকায় একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাতেই প্রয়োজনমতো পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, যখনই বোঝা যাচ্ছে কোনো বিচ্ছিন্নতাবাদী কিংবা জঙ্গি সংগঠন বাংলাদেশে অবস্থান করছে, তাদের সরিয়ে দেয়া হচ্ছে। কেএনএফ’র সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। ধারণা করা যাচ্ছে, যে জঙ্গিরা সেখানে গিয়েছিল, তারা কেএনএফ’র ক্যাম্পের পাশাপাশি অবস্থান করছিল। জঙ্গিদের কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সীমান্তে | অস্থিতিশীল | পরিস্থিতিকারীদের | গ্রেপ্তার | করা | হচ্ছে | স্বরাষ্ট্রমন্ত্রী