আর্কাইভ থেকে বাংলাদেশ

ভয়ংকর ব্ল্যাক ফাঙ্গাসে হরিয়ানাতেই ৫০ জনের মৃত্যু

ভয়ংকর ব্ল্যাক ফাঙ্গাসে হরিয়ানাতেই ৫০ জনের মৃত্যু

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই নতুন করে চিন্তা বাড়িয়েছে ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস। এসব ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটছে দেশটির বিভিন্ন রাজ্যে। হরিয়ানায় এখন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ মে) হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এ কথা জানান। এছাড়া রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ৬৫০ জনের চিকিৎসা চলছে বলে তিনি জানিয়েছেন।

হরিয়ানার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, হরিয়ানায় এখন পর্যন্ত ৭৫০ এর বেশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। যার মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ৫০ জনের। ৬৫০ জনের চিকিৎসা চলছে।

তিনি জানান, সরকার এই ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশনের জোগান দিচ্ছে। সরকারি হাসপাতালে কিছু ইঞ্জেকশন ব্যবহার করা হচ্ছে। আমরা ছয় হাজার ভায়াল পেয়েছিলাম। আগামী দুই দিনের মধ্যে আরও দুই হাজার পেয়ে যাব। এছাড়া আরও ৫ হাজার ভায়ালের অর্ডার দেয়া হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ভয়ংকর | ব্ল্যাক | ফাঙ্গাসে | হরিয়ানাতেই | ৫০ | জনের | মৃত্যু