আর্কাইভ থেকে ধর্ম

বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর এক কোটি টাকা অনুদান

বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর এক কোটি টাকা অনুদান

আসন্ন প্রবারণা পুর্ণিমা এবং কঠিন চিবর দান উৎসব-২০২০ উদযাপন উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এ অনুদান দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম জানান, বৌদ্ধ সম্প্রদায়ের দু’টি উৎসব উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে (বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট) এক কোটি টাকার চেক দেয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী সব সময় নিয়মিতভাবে সকল ধর্মের লোকদের সহায়তা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই অনুদান দিয়েছেন যাতে তারা তাদের দু’টি উৎসব যথাযথভাবে পালন করতে পারে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্ণিমা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হবে। ওইদিন দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বৌদ্ধ | সম্প্রদায়কে | প্রধানমন্ত্রীর | এক | কোটি | টাকা | অনুদান