মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধার সন্তানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ নেয়ার জন্য মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গেলো বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, রাজাকারের বংশধরদের পরাজিত করে অবশ্যই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি জয়লাভ করবে। কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে। রাজাকারদের বংশধররা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বিএনপির সমাবেশে রাজাকার সাকা চৌধুরীর পুত্রের মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যে তা আবার প্রমাণিত হয়েছে। এদের সমুচিত জবাব দেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বীর মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে কোনো রাজাকারের দলকে এদেশে রাজনীতি করতে দেবো না।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। তিনি বলেন, বিএনপি-জামায়াত আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। খুনি জিয়ার দোসররা আবার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে সমুচিত জবাব দেবে।