আর্কাইভ থেকে শিক্ষা

পরিস্থিতির উন্নতি হলেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত : শিক্ষা বোর্ড চেয়ারম্যান

পরিস্থিতির উন্নতি হলেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত : শিক্ষা বোর্ড চেয়ারম্যান

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এসএসসি-এইচএসসির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার একটি সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পরীক্ষা কবে হবে তা এখনও বলতে পারছিনা। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। পরিস্থিতির উন্নতি হলেই আমরা সিদ্ধান্ত নেব।

এদিকে সোমবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার জন্য তালিকাভুক্ত সকল কেন্দ্রকে করোনা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

কয়েক মাস আগে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে।

সিলেবাস প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ৮৪ দিন ক্লাস করানোর পর পরীক্ষা নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পরিস্থিতির | উন্নতি | হলেই | পরীক্ষার | বিষয়ে | সিদ্ধান্ত | | শিক্ষা | বোর্ড | চেয়ারম্যান