আর্কাইভ থেকে জাতীয়

‘শান্তিরক্ষা মিশনে নারীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে’

‘শান্তিরক্ষা মিশনে নারীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে’
আমাদের দেশের মেয়েরা শান্তিরক্ষা মিশনে বিশাল ভূমিকা পালন করছে। জাতিসংঘ কর্তৃক পরিচালিত বিশ্বব্যাপি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা, নৌ, বিমান এবং পুলিশ বাহিনীর নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ নভেম্বর) ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) সেমিনার-২০২২ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নারী সদস্য শান্তিরক্ষায় বিশেষ ভূমিকা রেখে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছে। শেখ হাসিনা বলেন, আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা আমাদের আছে। এখনই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করুন।

এ সম্পর্কিত আরও পড়ুন শান্তিরক্ষা | মিশনে | নারীরা | দেশের | ভাবমূর্তি | উজ্জ্বল | করছে