আর্কাইভ থেকে বাংলাদেশ

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা-ভাবনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা-ভাবনা হচ্ছে :  শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার চেষ্টা করছি। যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি। এজন্য আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছি। পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন না হয়ে  তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করো।

দীপু মনি বলেন, পরীক্ষা এক বছর না দিলে এমন কোনও বিরাট ক্ষতি হয়ে যাবে না। আপনাদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হই। আমাদের প্রস্তুতি রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন এসএসসিএইচএসসি | পরীক্ষা | নিয়ে | বিকল্প | চিন্তাভাবনা | হচ্ছে | | | শিক্ষামন্ত্রী