আর্কাইভ থেকে দেশজুড়ে

এক বাঘাইড়ে ঘুচলো জেলের অভাব

এক বাঘাইড়ে ঘুচলো জেলের অভাব
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গাগ্রামের মৎসজীবী লালন উদ্দিন। মাছ ধরে চলে তার অভাব অনটনের সংসার। প্রতিদিন সকালে পদ্মায় মাছ ধরতে যান। ফেরেন সন্ধ্যায়। কিন্তু আজ সকালটা যে তার জন্য এতো সৌভাগ্যের হবে তা তিনি জানতেন না। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তিনি জাল নৌকা নিয়ে মাছ ধরতে যান পদ্মা নদীর তিন নম্বর আইবাঁধের পাশে। সৌভাগ্য বসত তার জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড়। প্রথমে তিনি মনে করেছিলেন জালটা হয়তো কোনো কিছুর সঙ্গে আটকে গেছে। অনেক চেষ্টা করেও জালটি তিনি কিনারায় তুলতে পারছিলেন না। কিন্তু না, জাল তোলার পর বিশাল বাঘাইড় মাছটি তিনি দেখতে পান। এতে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান। মৎসজীবী লালন জানান, প্রতিদিন তিনি ছোট ছেলেকে নিয়ে মাছ ধরতে যান। আজ তিনি পদ্মার তিন নম্বর আইবাঁধে গিয়ে জাল ফেলেন। প্রথমবারেই জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি। তিনি বলেন, মাছটির বর্তমান বাজার মূল্যে বিক্রি করা হয়েছে। এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনেছেন রাজশাহীর এক চিকিৎসক। তিনি মাছটি বিক্রি করে ৩০ হাজার টাকা পেয়েছেন। তিনি আরও বলেন, পদ্মায় বর্তমান তেমন মাছ মিলছে না। গত কয়েকদিন থেকে প্রায় খালি হাতেই ফিরতে হয়েছে বাড়িতে। অভাবের সংসার তার। মাছ ধরে চলে তার চার সদস্যের সংসার। গত কয়েকদিন যাবৎ টাকার অভাবে বাজার হয়নি। কিন্তু একটি মাছ তার সংসারের সমস্যা সমাধান করে দিবে তিনি কল্পনা করতে পারেন নি। তিনি মাছটি পেয়ে খুশিতে আত্মহারা বলেও মন্তব্য করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | বাঘাইড়ে | ঘুচলো | জেলের | অভাব