আর্কাইভ থেকে ক্রিকেট

বিরতির পর দিশেহারা বাংলাদেশ

বিরতির পর দিশেহারা বাংলাদেশ
লাঞ্চের পরই যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। জাকির হাসান-নাজমুল শান্তর জুটিতে বেশ ভালোই এগোচ্ছিল বাংলাদেশ দল। ওপেনার শান্ত ফিরলেন, তার কিছু পরই ফিরে গেলেন ইয়াসির আলী রাব্বি। প্রথম সেশনে স্রেফ হতাশা উপহার দিয়েছিলো ভারতকে। শনিবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে লাঞ্চের পর পঞ্চম ওভারে দলীয় ১২৪ রানের মাথায় উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান শান্ত। ৬৭ রানে থাকা অবস্থায় ফেরেন তিনি। এরপর উইকেটে আসেন ইয়াসির। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। দুই ওভার পরই তিনি শিকার বনে গেছেন অক্ষর পাটেলের। ভারতীয় এই অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন ইয়াসির। দারুণ শুরুর পর মাত্র ৭ রানের ব্যবধানে দুই উইকেট খুইয়ে বসল বাংলাদেশ। তাতে দুর্ভাবনাও খানিকটা মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ দলে। জয় থেকে এখনো ৩৮২ রান দূরে বাংলাদেশ। হাতে আছে এখন ৮ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন বিরতির | দিশেহারা | বাংলাদেশ