আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকা ব্যাংকের ভোল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও

ঢাকা ব্যাংকের ভোল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে ৪ কোটি টাকা উধাও হয়ে গেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওই শাখারই দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে।

আটকৃতরা হলেন সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন্স ইমরান আহমেদ। পুলিশ তাদেরকে ৫৪ ধারায় আটক করেছে।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা উধাওয়ের অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।

জানা গেছে, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা উধাও হয়েছে। ব্যাংক শাখাটির ইন্টার্নাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা | ব্যাংকের | ভোল্ট | প্রায় | ৪ | কোটি | টাকা | উধাও