আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা বিবেচনায় ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনা বিবেচনায় ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শনিবার (১৯ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, অফিস খোলার নির্দেশনা দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করবেন অফিস প্রধানরা।

মন্ত্রী বলেন, ঢাকাতে সংত্রমণ হার এখন ১৩ থেকে ১৪ স্থানীয়ভাবে। যেখানে ৭০ থেকে ৭১ শতাংশ ছিল চাঁপাইনবাবগঞ্জে সেটা কমে এসেছে।

সংক্রমণ বেশি আসছে সীমান্ত এলাকাগুলো থেকে। ওই এলাকাগুলোকে যদি নিরাপদ রাখতে পারি তাহলে আমরা ঢাকাকেও নিরাপদ রাখতে পারব। তবে ঢাকায় যেহেতু বেড়ে যাচ্ছে সেটা বিবেচনায় রাখা হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি, কী করা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | বিবেচনায় | ঢাকার | পরিস্থিতি | পর্যবেক্ষণে | রাখা | হয়েছে | জনপ্রশাসন | প্রতিমন্ত্রী