আর্কাইভ থেকে বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে করোনায় তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৭

ঠাকুরগাঁওয়ে করোনায় তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৭

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। বর্তমানে জেলায় করোনা শনাক্তের হার ৪৫ দশমিক ৫৬ শতাংশ।

সোমবার (২১ জুন) ঠাকুরগাঁও সদর হাসপাতালের আরএমও ডা. মো. রকিবুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেলায় কোনোভাবেই কমছে না করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের হার। ১৬৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় করোনা শনাক্তের হার ৪৫.৫৬ শতাংশ।

গেল ২৪ ঘণ্টায় জেলায় মোট ১৬৯টি নমুনা পরীক্ষা করে হয়েছে। এরমধ্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলো (এন্টিজেন টেস্ট) থেকে জেলায় নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এরমধ্যে সদর উপজেলায় ৪৮ জন, রানীশংকৈলে ১১, বালিয়াডাঙ্গীতে ১১, পীরগঞ্জে ছয়জন এবং হরিপুরে একজন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা ডেডিকেটেড হাসপাতাল রংপুর এবং আধুনিক সদর হাসপাতাল ঠাকুরগাঁওয়ে ৩ জন মারা গেছেন।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে | করোনায় | তিনজনের | মৃত্যু | নতুন | শনাক্ত | ৭৭