আর্কাইভ থেকে দেশজুড়ে

লালমনিরহাটে বন্যার আশঙ্কা

লালমনিরহাটে বন্যার আশঙ্কা

লালমনিরহাটে আবারো বাড়ছে তিস্তা নদীর পানি। ভারী বর্ষণ ও উজানের পানির ঢলের কারনে জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া কন্ট্রোল রুম জানায়, সকাল ছয়টায় তিস্তার পানি বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে সকাল নয়টার দিকে তা তিন সেন্টিমিটার কমে বিপদসীমার ছয় সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, পানি বাড়তে থাকায় শংকায় আছে নদীপাড়ের মানুষ। ফসল ও বসতি রক্ষনাবেক্ষণে টেকসই নদীরক্ষা বাঁধ নিরমানের দাবী জানিয়েছে স্থানীয়রা।

অন্যদিকে কুড়িগ্রামে তিস্তার আকস্মিক ভাঙনে দিশেহারা হয়ে গেছে নদীপাড়ের মানুষ। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে বাড়িঘর, শত শত বিঘা জমিসহ বিভিন্ন স্থাপনা।  নদী ভাঙনের তোপে ক্ষতিগ্রস্থ হয়েছে ৪০ কিলোমিটার দীর্ঘ সড়ক। চোখের সামনে ভিটে-মাটি বিলিন হতে দেখে বিক্ষুব্ধ হয়ে আছেন এলাকাবাসী।  তবে পানি উন্নয়ন বোর্ড  জানিয়েছে,  ভাঙনরোধে উদ্যোগ নেয়ার হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন লালমনিরহাটে | বন্যার | আশঙ্কা