আর্কাইভ থেকে আওয়ামী লীগ

রংপুরে মেয়রপ্রার্থী কম ভোট পেলেও কাউন্সিলরদের বেশিরভাগই আ. লীগের: তথ্যমন্ত্রী

রংপুরে মেয়রপ্রার্থী কম ভোট পেলেও কাউন্সিলরদের বেশিরভাগই আ. লীগের: তথ্যমন্ত্রী
রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী কম ভোট পেলেও কাউন্সিলরদের বেশিরভাগই আওয়ামী লীগের। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাচসাস নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দলীয় মেয়র প্রার্থী কম ভোট পেলেও কাউন্সিলরদের বেশিরভাগই আওয়ামী লীগের। এর থেকেই বুঝে নিতে হবে সেখানে সমীকরণ কি ছিল। সেখানে মহাজোটের সমীকরণ ছিল কিনা এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, বিএনপির গণমিছিল ঘিরে ঢাকা শহরে আওয়ামী লীগের সতর্ক পাহারা থাকবে। তাদের কর্মসূচি হলে জনগণ ভীত-সন্ত্রস্ত থাকবে। মানুষের শান্তি শৃঙ্খলার জন্য সারা ঢাকা শহরে আওয়ামী লীগ পাহারায় থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুরে | মেয়রপ্রার্থী | কম | ভোট | পেলেও | কাউন্সিলরদের | বেশিরভাগই | আ | লীগের | তথ্যমন্ত্রী