আর্কাইভ থেকে জাতীয়

ফানুস আটকে মেট্রোরেল চলাচল বন্ধ

ফানুস আটকে মেট্রোরেল চলাচল বন্ধ
বৈদ্যুতিক তারে ফানুস আটকে থাকায় দুর্ঘটনা এড়াতে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে আগারগাঁও স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, থার্টি ফাস্ট উদযাপনে উড়ানো ফানুস মেট্রোরেলের লাইনে ও বৈদ্যুতিক তারে পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধু রয়েছে। মাহফুজুর রহমান বলেন, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। লাইন থেকে ফানুস পরিস্কার করা না পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে নগরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল মানুষের বাসাবাড়ির ছাদকেও। কিন্তু তাতে থামিয়ে রাখা যায়নি উদযাপনকে। আতশবাজি আর ফানুসে ভরপুর ছিল ঢাকার আকাশ।

এ সম্পর্কিত আরও পড়ুন ফানুস | আটকে | মেট্রোরেল | চলাচল | বন্ধ