আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রেমিকার বন্ধুদের র‌্যাগিং-এ প্রাণ গেলো প্রেমিকের

প্রেমিকার বন্ধুদের র‌্যাগিং-এ প্রাণ গেলো প্রেমিকের

প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিকার বন্ধুদের র‌্যাগিং-এ প্রাণ গেলো নওগাঁ সদর উপজেলায় মুরাদপুর গ্রামের হামিম হোসেনের। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে হামিম মারা যায়।

এ ব‌্যাপারে হামিমের বাবা বাদী হয়ে নওগাঁ সদর থানায় এজাহার দাখিল করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন। 

হামিম হোসেন (২০) নওগাঁ সদর উপজেলার মুরাদপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। রাজশাহী কলেজের এইস এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র। থাকতেন রাজশাহীতেই। বাড়িতে আসার পর গত ৮ই ফেব্রুয়ারি প্রেমিকার সাথে দেখা করতে আসেন নওগাঁ সদরে বলে নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান।

তিনি আরও জানান, এসময় ওই প্রেমিকার তিন বন্ধু নওগাঁ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন সজল (২৯), নওগাঁ শহারের দয়ালের মোড়ের মামুনুর রশিদের ছেলে সুরুজ (২৬) ও নওগাঁ শহারের দয়ালের মোড়ের মতিউর রহমানের ছেলে প্রান্তসহ (২৭) ৪-৫ জন হামিমের ওপর র‌্যাগিং চালায়। এক পর্যায়ে হামিমের ওপর চালানো হয় নির্যাতন। এতে হামিম মারাত্মক আহত হলে নির্যাতনকারীরা তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসেন।

তারপর হামিমকে ভর্তি না করেই হাসপাতালে রেখে চলে যান তারা এবং নিজেদের ফেসবুকে হামিমের নির্যাতনের ছবি আপলোড করেন। হামিমের অবস্থা গুরুতর হওয়ায় ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে (১১ ফেব্রুয়ারি) হামিমের মৃত্যু হয়।

সোহরাওয়ার্দী হোসেন বলেন, এজাহার ভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জোড় তৎপরা চলছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেমিকার | বন্ধুদের | র‌্যাগিংএ | প্রাণ | গেলো | প্রেমিকের