আর্কাইভ থেকে বাংলাদেশ

লকডাউন মেনে চলুন, দরকার হলে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে

লকডাউন মেনে চলুন, দরকার হলে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে

লকডাউন মেনে চলুন। দরকার হলে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনা মোকাবেলায় তার সরকারের ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার সমপরিমাণ ২৩টি প্রণোদনা প্যাকেজ প্রণয়ন ও বাস্তবায়ন করছে। এমন কোন শ্রেণি পেশার মানুষ নেই যাদেরকে আর্থিক সহায়তা দেয়া হয়নি।

তিনি বলেন, আবারো করোনা দেখা দেওয়ায় তার সরকার আর্থিক সহযোগিতাটি পুণরায় চালু করার মাধ্যমে কারো যেন খাদ্যের অসুবিধা না হয় সে বিষয়টি দেখবে।

শেখ হাসিনা বলেন, অনুরোধের পরও মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন জায়গায় যাওয়ায় করোনা বেড়েছে। এটা দুঃখজনক। বেশি দামে কেনা হলেও বিনামূল্যে দেশের মানুষ টিকা পাবে।

প্রধানমন্ত্রী যাদের ছোট ছোট ছেলে-মেয়েরা স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে যায়, তারাই কিন্তু তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে চান না। তবে যাদের ছেলে-মেয়ে লেখাপড়া করে না, ইদানিং সবচেয়ে বেশি সোচ্চার তারা।

তিনি বলেন, আমরা ইতোমধ্যেই শিক্ষকদের টিকা দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী আমরা শিশুদের টিকাদান শুরু করেছি। টিকা দেয়া শেষ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা (এমপি) এলাকায় দেখবেন, কোনো লোক গৃহহীন আছে কি-না? আপনারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবেন, আমরা ঘর করে দেব। একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, সেটাই আমাদের লক্ষ।

শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে ভুয়া সার্টিফিকেট দিয়েও বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারব্যবস্থার যত উন্নয়ন সব আওয়ামী লীগের সময় হয়েছে। বিএনপি সরকারের সময় এক ছাত্রদল নেতার ঘাড়ে হাত রেখে আলোচনা করে বিচারপতির রায় দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও ভোট চুরির সুযোগ তৈরির জন্য প্রধান বিচারপতির মেয়াদ বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়টিও করেছিল বিএনপি।

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউন | মেনে | চলুন | দরকার | হলে | ঘরে | ঘরে | খাবার | পৌঁছে | দেয়া | হবে