আর্কাইভ থেকে অপরাধ

জয়পুরহাটে গৃহবধূকে নির্যাতনের পর চুল কেটে দেয়ায় অভিযোগ স্বামী-সতিনের বিরুদ্ধে

জয়পুরহাটে গৃহবধূকে নির্যাতনের পর চুল কেটে দেয়ায় অভিযোগ স্বামী-সতিনের বিরুদ্ধে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনকুরাইল গ্রামে স্বামী সুলতান কাজী (৫০) ও তার সতিন তারা বানুর (৫০) বিরুদ্ধে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন করার আভিযোগ উঠেছে।

গৃহবধূ বিউটির বাবা মোখলেছার রহমান বাদী হয়ে ক্ষেতলাল থানায় ৩ জনকে আসামি করে নারী নির্যাতনের মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর সোমবার দুপুরে সতীন তারা বানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্বামী পলাতক রয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই রোববার মধ্যরাতে ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামে গৃহবধূ বিউটি খাতুনের (৪০) মাথার চুল কেটে নিয়ে নির্যাতন চালানোর আভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত বিউটি খাতুন ওই গ্রামের সুলতান কাজীর প্রথম স্ত্রী। সুলতান কাজী (৫০) ও তার দ্বিতীয় স্ত্রী তারা বানু (৫০) শারীরিক নির্যাতনের এক পর্যায়ে বিউটির মাথার চুল কেটে নেন। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বিউটি খাতুনের চিকিৎসা চলছে।

গৃহবধূ বিউটি খাতুন জানান, তার স্বামী বাড়ি থেকে আসবাবপত্র নিয়ে সতিনের বাড়িতে যেতে চাইলে সে তাতে বাধা দিলে স্বামী ও সতিন মিলে তার উপর নির্যাতন করে ও মাথার চুল কেটে দেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, গৃহবধূ বিউটির বাবা ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন জয়পুরহাটে | গৃহবধূকে | নির্যাতনের | চুল | কেটে | দেয়ায় | অভিযোগ | স্বামীসতিনের | বিরুদ্ধে