আর্কাইভ থেকে ক্রিকেট

সরাসরি চুক্তিকৃত দুই ক্রিকেটারকে ছেড়ে দিলো বরিশাল

সরাসরি চুক্তিকৃত দুই ক্রিকেটারকে ছেড়ে দিলো বরিশাল
আফগানিস্তানের দুই খেলোয়াড় রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হককের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল ফরচুন বরিশাল। কিন্তু এখন পর্যন্ত তাদের খেলতে দেখা যায়নি একটি ম্যাচও। এবার এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে নবম আসরে দারুণ দাপট দেখিয়ে চলেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। টেবিলের দুই নম্বরে থেকে ইতোমধ্যে নিশ্চিত করেছে প্লেঅফ পর্ব। বিপিএল শুরু আগেই আফগান এই দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল বরিশাল। কিন্তু দুই ক্রিকেটার খেলছিলেন আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে। যার ফলে বরিশালের হয়ে একটি ম্যাচেও মাঠে নামেনি দুজন। এবার তাদের সঙ্গে চুক্তি বাতিল করলো বরিশাল। সোমবার দলটির মিডিয়া ম্যানেজারের পক্ষ থেকে এক বিবৃতি জানানো হয় এ তথ্য। বিবৃতিতে বলা হয়, "বিপিএলে এবারের আসরে ফরচুন বরিশালের সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও নবীন উল হক মুরিদকে চুক্তিবদ্ধ করা হয়েছে। যেহেতু তারা আমাদের হয়ে কোনো ম্যাচ খেলেনি এবং তাদের এখানে আনার আর কোনো পরিকল্পনা নেই।" তারা চাইলেই অন্য যে কোন দলের হয়ে খেলতে পারবেও বলে জানিয়েছে দলটি, "চলতি আসরে তারা দুইজন অন্য কোনো দলের হয়ে খেললে আমাদের কোনো আপত্তি থাকবে না।"    

এ সম্পর্কিত আরও পড়ুন সরাসরি | চুক্তিকৃত | দুই | ক্রিকেটারকে | ছেড়ে | দিলো | বরিশাল