বিপিএলে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের পুরস্কার কতো!

বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রায় দেড় মাস থেকে চলা টুর্নামেন্টটির নবম আসরের পর্দা নামবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা বনাম সিলেটের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

এরই মধ্যে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়ন ও রানার-আপ কোন দল কতো টাকা পাবে তা প্রকাশ করেছে বিসিবি।

চলতি আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর ফাইনালে হেরে যাওয়া রানার-আপ দলের পুরস্কার ১ কোটি টাকা। ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা।

এছাড়াও টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর ৫ লাখ করে পুরস্কার পাবেন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১০ লখ টাকা এবং সেরা তিন ফিল্ডার পাবেন ৩ লাখ করে টাকা।

 

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version