Connect with us

ফুটবল

মেসিকে প্রস্তাব দিয়েই ফেললো ম্যানচেস্টার সিটি!

Published

on

গত মৌসুম শেষেই লিওনেল মেসিকে রেকর্ড পরিমাণ অর্থে দলে নিতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু আইনি মার প্যাঁচে তা বাস্তবে রুপ পায়নি। এরপরই গুঞ্জন উঠে বার্সেলোনা ছাড়ছেন এটা এক প্রকার সত্যি। গত বছর ম্যান সিটি তাকে দলে ভেড়াতে ৫ বছরের জন্য ৬০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব করে। মেসি সে প্রস্তাব গ্রহণ করতে চাইলেও ক্লাব ম্যানেজমেন্ট মেসিকে ছাড়েনি।

তবে চ্যাম্পিয়নস লীগে গত ম্যাচে ঘরের মাঠে পিএসজির কাছে ৪-১ গোলে ধরাশয়ী হওয়ার পর আবার গুঞ্জন শুরু হয়েছে বার্সেলোনা ছাড়ছেন এলএমটেন। পিএসজির কাছে এই হারে দলের অভ্যন্তরীণ অবস্থার বেহাল দশা হয়ে আছে।

এর মধ্যে ইংলিশ পত্রিকা দ্যা সান বোমা ফাটিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতোমধ্যেই মেসির জন্য প্রস্তাব পাঠিয়েছে। তবে এবারের প্রস্তাবে গত বারের চেয়ে পরিমাণ থেকে কিছুটা কম। এবার সেটা কমে এসে দাঁড়িয়েছে ৪৩০ মিলিয়ন পাউন্ডে। কারণ হিসেবে ক্লাবটি জানিয়েছে, করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতির সম্মুখিন হওয়াকে। তবে ম্যান সিটি তাদের চুক্তিতে আরেকটা শর্ত জুড়ে দিচ্ছে। যেখানে, ক্লাবের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি শেষ হলেও মেসি সব সময় ম্যানসিটির একজন শুভেচ্ছা দূত হিসেবে থাকবেন।

ম্যানসিটির মত পিএসজিও মেসিকে দলে পেতে চায়। তাই এটা নিশ্চিত যে মেসিকে নিয়ে এবার বেশ টানাটানি হবে। সম্প্রতি মেসিকে নিয়ে নেইমার, ডি মারিয়া এমনকি পিএসজির কোচ পচেত্তিনো সরাসরি তার ব্যাপারে কথা বলেছেন।

ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার রিভালদো মনে করেন ন্যু ক্যাম্পে লিওনেল মেসি চ্যাম্পিয়ন লীগের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তিনি বলেন, আমি নিশ্চিত, এই মৌসুম শেষে মেসি পিএসজিতেই যোগ দেবেন।

Advertisement

এছাড়া সাবেক আর্জেন্টাইন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা অস্কার রুগেরির মতে, মেসিকে এই মৌসুম শেষ হওয়ার পরই বার্সেলোনা ছেড়ে যাওয়া উচিৎ। কারণ, বার্সেলোনা এখন মেসির সঙ্গে খুব দুর্ব্যবহার করছে। যে কারণে ক্লাবের পারফরম্যান্সেও এটার প্রভাব পড়ছে। এখন আর ইউরোপের কোন প্রতিপক্ষই আর বার্সাকে সম্মান করে না।

এখন দেখা যাক মৌসুম শেষে লিওনেল মেসি কোথায় যান, তত দিন পর্যন্ত আমরা অপেক্ষাতেই থাকি।

এস

ফুটবল

কোয়ার্টারে নিষিদ্ধ জুড বেলিংহাম

Published

on

স্লোভেনিয়ার বিপক্ষে অশালীন অঙ্গভঙ্গির কারণে জুড বেলিংহামের বিরুদ্ধে তদন্ত করছিল উয়েফা।

তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় এই ইংলিশ মিড ফিল্ডারকে এক ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। পাশাপাশি ৩০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ টাকার বেশি) জরিমানা করা হয়েছে এই মাদ্রদি তারকাকে।

কাজেই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে ইংলিশদের।

আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় তারা সুইজ্যারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।  এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেলিংহামকে হারানো বড় ধাক্কাই ইংল্যান্ডের জন্য।

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসিদের কাছে হেরে বিদায় নিলেন ইকুয়েডর কোচ

Published

on

ইকুয়েডরের দায়িত্ব ছাড়লেন দলটির কোচ ফেলিক্স সানচেজ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর এই সিদ্ধান্ত নিলেন সানচেজ ও দেশটির ফুটবল সংস্থা। তিনি ২০২৩ সালের মার্চে দলটির দায়িত্ব গ্রহণ করেন।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরেছে ইকুয়েডর। ফলে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে তারা। খেলার নির্ধারিত সময় গড়িয়েছে ১-১ গোলের সমতায়। এরপর অনুষ্ঠিত হয় টাইব্রেকার। সেখানে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত দু’টি শট আটকান।

সানচেজ এর আগে কাতার জাতীয় দলের কোচ ছিলেন। এই ৪৮ বছর বয়সী কোচ ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারের দায়িত্বে ছিলেন। সেখানে বেশ সাফল্য অর্জন করেছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছিল কাতার, যার কৃতিত্ব দেওয়া হয় সানচেজকে। কিন্তু বিশ্বকাপে কোনো ম্যাচ জেতেনি কাতার। এরপর আর তার সাথে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল সংস্থা।

ইকুয়েডরের কোচ থাকাকালীন ১৯ ম্যাচের মধ্যে ১০ টি ম্যাচে জিতেছেন সানচেজ।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

পেনাল্টি মিস নিয়ে যা বললেন মেসি

Published

on

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলের সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ালে প্রথম শট নেন লিওনেল মেসি।  তবে ‘পানেনকা’ শট নিতে গিয়ে বল মারেন ক্রসবারে।

কেন এমন শট, সেটি ম্যাচ শেষে জানিয়েছেন মেসি, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’

মেসি টাইব্রেকারে শট মিস করলেও এমিলিয়ানো মার্তিনেজ দুটি সেভে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।  ম্যাচ শেষে এমির প্রসংসা করতে গিয়ে মেসি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাঁকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version