আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ টি নথি গায়েব, ৬ জন সিআইডি হেফাজতে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ টি নথি গায়েব, ৬ জন সিআইডি হেফাজতে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭ টি নথি গায়েবের মামলায় ঘটনাস্থল সচিবালয় পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চলছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে সিআইডি হেফাজতে নেয়া হয়েছে।

তারা হলেন, জোসেফ, আয়শা, বাদল, বারী, মিন্টু ও ফয়সাল।

আজ রোববার (৩১ অক্টোবর) সকালে সিআইডির পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অনুসন্ধান শুরু করে। বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ওযুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করেন।

তদন্তের সময় সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। 

মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা বলেন, বুঝবার পর্যন্ত নথিগুলি ঠিকঠাক ছিল। পরদিন অফিসে এসে কেবিনেট খুললে ফাইলগুলো পাওয়া যায়নি। ১৭ টি ফাইলের সবই ক্রয় সংক্রান্ত।

একইসাথে শাহবাগ থানারও একটি দল অনুসন্ধান শুরু করেছে। নথি গায়েবের বিষয়ে গত বৃহস্পতিবার শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাস্থ্য | মন্ত্রণালয়ের | ১৭ | টি | নথি | গায়েব | ৬ | জন | সিআইডি | হেফাজতে