Connect with us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিধ্বংসী টর্নেডো, মৃত্যু বেড়ে ২১

Published

on

টর্নেডো

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশে বিধ্বংসী টর্নেডোতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। ঝড়ে আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (০২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) রাতে কমপক্ষে আটটি অঙ্গরাজ্যে আঘাত হানে কয়েকটি টর্নেডো। এগুলোর আঘাতে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়; উপড়ে পড়ে গাছপালা।

বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়া এ ঝড় দক্ষিণাঞ্চলীয় সমতলের অঙ্গরাজ্যগুলোতে দাবানল আর মধ্যপশ্চিমাঞ্চলীয় উঁচু অঙ্গরাজ্যগুলোতে তুষারপাতের মতো পরিস্থিতি সৃষ্টি করে।

ভয়াবহ ঝড়ের প্রভাব পড়ে সাড়ে ৮ কোটি মানুষের ওপর। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ।

ঝড়ে টেনেসিতে সাত, পার্শ্ববর্তী আরকানসাসে পাঁচ, ইলিনয়ে চারজনের প্রাণ গেছে। নিহত বাকিরা ইন্ডিয়ানা, আলাবামা ও মিসিসিপির।

Advertisement

আরকানসাসে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডের ১০০ সদস্য মোতায়েন করেন।

আরকানসাসে নিহত পাঁচজনের মধ্যে চারজনই প্রায় ৮ হাজার মানুষের শহর ওয়েনের বাসিন্দা। সেখানে শনিবার ঘুম থেকে উঠে হাই স্কুলের ছাদ টুকরা টুকরা হয়ে যেতে দেখেন বাসিন্দারা। এর জানালাগুলো উড়ে যায়। মাটিতে পড়ে ছিল বিশাল বিশাল গাছ।

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

Cancel reply

আন্তর্জাতিক

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ৩৯

Published

on

সরকারের করনীতির প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু হয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। রাজধানী নাইরোবিতে গেলো এক সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ৩৯ জন, আহত হয়েছেন কমপক্ষে ৩৬১ জন।

এছাড়া এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৩২ জন এবং গেলো মঙ্গলবার থেকে এ পর্যন্ত আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬২৭ জনকে।

মঙ্গলবার (২ জুলাই) কেনিয়ার মানবাধিকার সংস্থা দ্য কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (কেএনসিএইচআর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চত করে বলেছে, দেশটির তরুণ প্রজন্ম আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।

গেলো মঙ্গলবার প্রায় সব ধরনের পণ্যের ওপর কর বৃদ্ধিসংক্রান্ত একটি প্রস্তাব পাস হয় কেনিয়ার পার্লামেন্টে। প্রস্তাবটি পাসের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বরসহ পুরো নাইরোবিতে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন, বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি শুরু করে পুলিশ।

আন্দোলনকারীদের প্রধান দাবি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ, যিনি ২০২২ সালের সেপ্টেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন হয়েছেন। সেই নির্বাচনের পর থেকেই কেনিয়ায় দিন দিন রাজনৈতিক বিভক্তি তীব্র হয়ে উঠেছে।

Advertisement

রোববার (৩০ জুন) কেনিয়ার সরকারি টেলিভিশনে জাতির উদ্দেশে উইলিয়াম রুটো বলেছেন, আন্দোলনে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। তবে তাদের মৃত্যুর জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী নয়, নিজেদের মধ্যে সংঘাত ও বিশৃঙ্খলার কারণে নিহত হয়েছেন তারা।

ভাষণে রুটো আরও বলেছেন, আপাতত নিকট ভবিষ্যতে পদত্যাগ করার কোনো প্রকার ইচ্ছা বা পরিকল্পনা তার নেই।

কেএনসিএইচআর জানিয়েছে, রোববারের ভাষণ সম্প্রচারের পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বিক্ষোভকারীরা। তারা এখন ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগও শুরু করেছেন।

সেই সঙ্গে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেয়ার ডাকও দিয়েছেন বিক্ষোভকারীরা। কেনিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভরে উঠেছে ‘সব জায়গা দখল করো’, ‘রুটোর বিদায় চাই’, ‘বাজেট দুর্নীতিবাজদের বাতিল করো’ প্রভৃতি হ্যাশট্যাগে।

আফ্রিকা মহাদেশের হাতে গোণা যে কয়েকটি দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল, সেসবের মধ্যে কেনিয়া ছিল অগ্রসারিতে; কিন্তু সরকারবিরোধী আন্দোলন ও তার তীব্রতা সেই স্থিতিশীলতাকে অনেকখানি নড়বড়ে করে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

Advertisement

 

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

তুরস্কে বিস্ফোরণে নিহত ৫, আহত ৬৩

Published

on

এপি

তুরস্কের একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন। রোববার (৩০ জুন) দেশটির পশ্চিমাঞ্চলে ইজমির শহরে এ ঘটনা ঘটে। খবর- এপি

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন তুরস্কের সরকারি কর্মকর্তারা।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান আহতদের দেখতে হাসপাতলে দেখতে যান।  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের মধ্যে ৪০ জন জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুরাতন একটি প্রোপেন ট্যাংক পরিবর্তন করে নতুন আরেকটি প্রোপেন ট্যাংক বসিয়েছিলো ওই ব্যক্তি।

বিস্ফোরণে একটি বাড়ি আংশিকভাবে ভেঙে পড়েছে। এতে ব্যাপক হতাহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

জেলের মধ্যেই কয়েদির সাথে শারীরিক সম্পর্ক, বিপাকে নারী কর্মকর্তা 

Published

on

যুক্তরাজ্যের একটি জেলের অভ্যন্তরে কয়েদির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্কের কারণে  বিপাকে পড়েছেন এক নারী জেল কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম লন্ডনের এইচএমপি ওয়ান্ডওর্থ কারাগারে। খবর- এনডিটিভি

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।

লিন্ডা দে সৌসা অ্যাবরিউ (৩০) নামের ওই নারী জেল কর্মকর্তাকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গেলো শুক্রবার মেট্রোপলিটিন পুলিশ এক তদন্ত কমিটি গঠন করে।

১৮৫১ সালে তৈরি হওয়া ওয়ান্ডওর্থ কারাগারটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। এর মধ্যে রয়েছে কারাগারে কয়েদির সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি। কারাগারটিতে কয়েদিদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version