প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন , দেশের মানুষকে আগে টিকা দিয়ে পরে তিনি করোনার টিকা নেবেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলনে গণভবন প্রান্ত থেকে শেখ হাসিনা যুক্ত হয়ে তিনি একথা জানান।
নিজের বয়স ৭৫ হয়ে গেছে, যে কোন সময় মারা যেতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, একটা টার্গেট করা আছে, সে পরিমাণ টিকা দেয়ার পর যদি টিকা থাকে, তাহলে তিনি টিকা নেবেন।
দেশে করোনা মোকাবেলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটা কোনো ম্যাজিক নয়, আন্তরিকতা, দায়িত্ববোধ থেকে তিনি কাজ করেছেন। এখানে বাংলাদেশের জনগণের ম্যাজিক ছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর উন্নয়নের যাত্রা শুরু হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের উল্টো পথে যাত্রা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর আবার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
রাইদুল শুভ