সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে এর আগে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি। তবে এবার সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট।
গত সেপ্টেম্বর মাসে সারের হয়ে ইংল্যান্ড কাউন্টিতে একটি মাত্র ম্যাচ খেলেছেন সাকিব। সেখানে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এই ম্যাচে সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
ম্যাচটির অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন স্টিভ ও’শঘনেসি ও ডেভিড মিলনস। তারা সন্দেহ করছেন সাকিবের বোলিং অ্যাকশন কিছুটা পরিবর্তিত ছিল।
ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, খুব তাড়াতাড়ি ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সাকিবকে। তবে তিনি এখনো নিষেধাজ্ঞা বা এ জাতীয় সিদ্ধান্তে পড়েননি।
যদি সাকিবের বোলিং অ্যাকশনের কোনো সন্দেহজনক ত্রুটি খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেট খেলতে তার বাধা নেই। এটি কাউন্টি ক্রিকেটের জন্যই কেবল প্রযোজ্য।
এম এইচ//