আর্কাইভ থেকে রাজনীতি

আমরা দেশটাকে শ্রীলংকা হতে দিতে পারি না : জিএম কাদের

আমরা দেশটাকে শ্রীলংকা হতে দিতে পারি না : জিএম কাদের
আওয়ামী লীগ প্লাস এখন দেশ চালাচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে প্রশাসন এক হয়ে গেছে। তারা দেশের মানুষের স্বার্থে কাজ করে না। আমরা দেশটাকে শ্রীলংকা হতে দিতে পারি না। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (১০ জুন) এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জাতীয় পার্টি কাউকে ক্ষমতায় আনার দালাল হবে না। জাপাকে মানুষ বিশ্বাস করে না। তারা মনে করে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চাই। কাদের বলেন,আমাদের ভেতরে কেউ কেউ গোপনে ষড়যন্ত্র করছে। দলকে বেঁচা-কেনা করতে দেয়া যাবে না। আরেক দলের কথা বললে সেই দলে চলে যান। জনপ্রিয় দল হওয়ার পরও আমাদের মানুষ দালাল হিসেবে চিহ্নিত করে। এটা আর হতে দেয়া যাবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আপনাদের কাছে যদি অর্থ থাকে, ডলার থাকে, তাহলে কেন কয়লা কিনেননি, কেন কাঁচামাল আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা? ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায় না কেন? মানুষের অজান্তেই বাংলাদেশ শ্রীলংকা হয়ে গেছে। জিএম কাদের বলেন, দেশটাকে ঋণ নির্ভর করে ফেলেছেন। আগামী ৫০ বছর দেশের মানুষকে এই ঋণের বোঝা বইতে হবে। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকা দেশের মানুষকে উপকার করছে। তিনি বলেন, শ্রীলংকার মানুষ রাস্তায় নেমেছিল, বাংলাদেশে এখনও নামেনি। মূলত শ্রীলংকার পুলিশ গুলি করে না, গুম করে না, শ্রীলংকার পুলিশ মানুষের পক্ষে। বাংলাদেশের পুলিশ মানুষের পক্ষে না।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশটাকে | শ্রীলংকা | হতে | পারি | | জিএম | কাদের