আর্কাইভ থেকে জাতীয়

সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো: হিরো আলম

সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো: হিরো আলম
ঢাকা-১৭ আসন উপ-নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি নিরাশার কথা বলেছিলাম। তবে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে এখন আস্থা তৈরি হলো। সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো। ’ তিনি বলেন, ‘এর আগের নির্বাচনে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবার সে পর্যন্ত যেতে হয়নি। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি আনন্দিত। শেষ পর্যন্ত লড়ে যেতে চাই। এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয় নিয়ে আমি আশাবাদী। ’ মননোয়নপত্র বাতিলের পর গেলো মঙ্গলবার (২০ জুন) হিরো আলম নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। উল্লেখ্য, গেলো ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই।

এ সম্পর্কিত আরও পড়ুন সুষ্ঠু | নির্বাচন | হলে | আমিই | জিতবো | হিরো | আলম