আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সিআরসির ঈদ উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সিআরসির ঈদ উপহার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকা শান্তিডাঙ্গায় বাড়ি জীমের। বয়স সবে ৯ বছর। নিজ এলাকায়ই একটু স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র সে। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মানুষের বাসায় কাজ করে মায়ের রোজগারে চলে জীমের তিন সদস্যের পরিবার।   জীমের মত ইশিতা, সাফা, হাবিবুর, তাইয়্যেবাসহ প্রায় অর্ধশত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) নামে একটি সংগঠন। শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় ইবির পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকায় এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। তাদের এই সহায়তা পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও।   সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে,  বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে প্রত্যেকের জন্য ছিল- পোলাও চাল, চিনি, সেমাই, সয়াবিন, গুড়া দুধ, নুডুলস, মাংসের মসলা, কিচমিচ, সাবান ও শ্যাম্পু।   ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনটির সভাপতি রনি সাহা ও সদস্য সাইফুল ইসলাম, মুরছালিন, পায়েল, মমিনুল সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। রনি সাহা বলেন, আমরা প্রতিবারের ন্যায় ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা শুরু করেছি। আজকে আমাদের কর্মসূচির প্রথম দিন ছিলো আমাদের এই ঈদ উপহার বিতরণের ধারা বিভিন্ন ধাপে ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন সুবিধাবঞ্চিত | শিশুদের | মাঝে | সিআরসির | ঈদ | উপহার