আর্কাইভ থেকে জাতীয়

২১ দিনে এলো ১৪২ কোটি ডলার রেমিট্যান্স

২১ দিনে এলো ১৪২ কোটি ডলার রেমিট্যান্স
চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ের প্রথম ২১ দিনেই ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা। রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এ সময়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ৭৯ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এতে আরও বলা হয়েছে, আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১৯ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার। এ খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে ধীরে ধীরে ডলারের দাম বাড়াচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারে দেয়া হচ্ছে ১০৮ টাকা ৫০ পয়সা। গত জুনে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। গত ৩ বছরে মধ্যে যা সর্বোচ্চ। আর একক মাস হিসাবে দেশের ইতিহাসে তা দ্বিতীয় সর্বোচ্চ।এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার পাঠান প্রবাসীরা। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ইউএস ডলার। আগের অর্থবছরে যা ছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে রেকর্ড রেমিট্যান্স আহরণ হয়। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ২১ | দিনে | এলো | ১৪২ | কোটি | ডলার | রেমিট্যান্স