আর্কাইভ থেকে জাতীয়

কারিগরি ক্রটির কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস: তদন্ত কমিটির প্রতিবেদন

কারিগরি ক্রটির কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস: তদন্ত কমিটির প্রতিবেদন
সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কারিগরি ক্রটির কারণে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। সোমবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তদন্ত প্রতিবেদন নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। তদন্ত প্রতিবেদনের পর্যালোচনা সভা থেকে এসব তথ্য জানায় আইসিটি বিভাগ। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই সভায় সভাপতিত্ব করেন। এ সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিটি বিভাগ জানায়, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব এপ্লিকেশনের কারিগরি ক্রটির মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে তদন্ত পর্যালোচনা এবং অনুসন্ধানে প্রতীয়মান হয় যে, যথাযথ কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল না থাকায় তাদের ওয়েব এপ্লিকেশনসমূহ যথাযথভাবে তদারকির অভাব পরিলক্ষিত হয়। তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য কিছু পরামর্শও দেয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যতে কোনো দপ্তরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতেও প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কারিগরি | ক্রটির | কারণে | ব্যক্তিগত | তথ্য | ফাঁস | তদন্ত | কমিটির | প্রতিবেদন