দেশজুড়ে

ভ্যানে লাশের স্তূপ করার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন চলার সময় সাভারের আশুলিয়ায়  পুলিশ সদস্য কর্তৃক একটি ভ্যানে লাশ স্তুপ করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ এ তথ্য জানান।

তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে এসেছেইতোমধ্যে একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে। কমিটি ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য পেয়েছে।

পুলিশ সুপার বলেন, পরবর্তী পদক্ষেপের জন্য তিনি নামগুলো প্রকাশ করছেন নাখুব শিগগিরই তা প্রকাশ করা হবে। মরদেহ জ্বালিয়ে দেওয়ার বিষয়ে এখনো তেমন কোনো প্রমাণ পুলিশ পায়নি।

আহম্মদ মুঈদ বলেন, এ ঘটনায় দায়ী পুলিশের বিরুদ্ধে মামলা হবে। শুধু ছাত্র-জনতা নয়, অনেক পুলিশ সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়ার

প্রসঙ্গত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাজেদুর রহমানকে প্রধান করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন লাশ স্তূপ