আন্তর্জাতিক

২২ আরোহী নিয়ে রাশিয়ার হেলিকপ্টার নিখোঁজ

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি হেলিকপ্টার ২২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। শনিবার(৩১ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও ১৯ জন যাত্রী ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি বেস ক্যাম্প থেকে কামচাটকার নিকোলভা গ্রামের উদ্দেশ্যে উড়াল দেয় হেলিকপ্টারটি। এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি। গন্তব্য স্থানে  পৌঁছানোর আগেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই এটির খোঁজে একটি উদ্ধারকারী হেলিকপ্টার নামানো হয়েছে।

এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান পরিবহন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি।

 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তা ছাড়া ওই সময় ঘন কুয়াশাও ছিল। ১৯৬০-এর দশকে ডিজাইন করা দুই ইঞ্জিনবিশিষ্ট এই মডেলের হেলিকপ্টার রাশিয়া ও তার প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ২২ | আরোহী | নিয়ে | রাশিয়ার | হেলিকপ্টার | নিখোঁজ