আর্কাইভ থেকে বাংলাদেশ

তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: পলক

তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: পলক
নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এছাড়া এখানে শুধু তথ্যই চুরি হয়েছে, আঙুলের ছাপ বা রেটিনার তথ্য আলাদা সার্ভারে থাকায় তা সুরক্ষিত আছে। জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (২৪ জুলাই) আইসিটি বিভাগে ওয়েবসাইটের তথ্য ফাঁস বিষয়ে পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা বলেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট থেকে। এটি হয়েছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতার কারণে। প্রতিষ্ঠানটির ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতেও তদারকির অভাব পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। জুনাইদ আহমেদ পলক আরও বলেন, আমরা ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় কাজ করছি। তবে এ ঘটনায় শাস্তির আগে দোষী কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন তথ্য | ফাঁসের | ঘটনা | নির্বাচনে | কোনো | প্রভাব | ফেলবে | পলক